আজ : সোমবার ║ ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চবিতে আইআর সপ্তাহ ২০২৫ এর বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক সংসদের (সিইউআইআরএস) উদ্যোগে ‘আইআর সপ্তাহ ২০২৫’ এর বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ রবিবার (২ নভেম্বর ২০২৫) বেলা ৩টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ও সংগঠনটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ নিয়াজ মোরশেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, সমাজবিজ্ঞান অনুষদে গবেষণার দিক থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ তুলনামূলক এগিয়ে রয়েছে। গবেষণায়-উচ্চশিক্ষায় এ বিভাগের সুনাম ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ বর্তমান প্রজন্মের পছন্দের একটি বিষয়। এ সুনাম ধরে রাখতে এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীরা পড়াশোনা অবস্থায় গবেষণায় মনোনিবেশ করলে পরবর্তীতে উচ্চশিক্ষায় সেটি কাজে দিবে। এ অনুষ্ঠান যে সংগঠন আয়োজন করেছে আমি তাদের সকলের জন্য শুভ কামনা জানাচ্ছি। এরকম শিক্ষামূলক সংগঠন প্রতিটি বিভাগে থাকা উচিত। এ সংগঠন এ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়তা করবে বলে প্রত্যাশা করি। উপাচার্য বলেন, আমরা প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইমেজ বৃদ্ধির জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা যোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষার্থী তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য নতুন শিক্ষক নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, যোগ্য শিক্ষক নিয়োগ হলে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি হবে। এতে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ সেশনজট মুক্তের দিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক নম্বরে রয়েছে। এটি শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটি স্বস্তির খবর। গবেষণার দিক থেকেও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এগিয়ে থাকুক। এজন্য গবেষণায় বেশি ফোকাস করতে হবে। এ সংগঠন বিভাগের সুনাম বৃদ্ধিতে কাজ করবে আশা করি। সুন্দর আয়োজনের জন্য উপ-উপাচার্য (প্রশাসন) সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম, প্রফেসর ড. সুজিত কুমার দত্ত, বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সাধারণ সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সাইকা আফসার ও শাহদিদ মাহবুব। গত এক সপ্তাহব্যাপী এই আয়োজনে গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, গোলটেবিল বৈঠক, অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া অনুষ্ঠান ও উৎসব এবং পোস্টার উপস্থাপনা প্রতিযোগিতার মতো শিক্ষামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এসব আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এদিন দুপুর একটায় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ