
চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “জনগণ ধীরে ধীরে আমাদের প্রতি আস্থা ও বিশ্বাস ফিরে পাচ্ছে। দীর্ঘ সময় আমাদের বক্তব্য ও আদর্শকে দমন করা হলেও, এখন মানুষ সত্য ও ন্যায়ের পথে ফিরে আসছে। ক্ষমতার মোহে আমরা যেন কখনও পরকালকে ভুলে না যাই। আমানত রক্ষা ও সততার প্রশ্নে জামায়াত সর্বদা আপোসহীন থাকবে ইনশাআল্লাহ।”
তিনি বলেন, “আমরা রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার হাতিয়ার হিসেবে দেখি না। এটি মানুষের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। জনগণের ভোট ও বিশ্বাস একটি আমানত, এবং সেই আমানত রক্ষাই আমাদের মূল দায়িত্ব।”
রোববার (২ নভেম্বর) শুলকবহর সাংগঠনিক ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হেলালী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। তিনি বলেন, “অধ্যক্ষ হেলালী ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী। তার নেতৃত্বে জনগণ পরিবর্তনের পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।”
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শুলকবহর ওয়ার্ডের সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম, অধ্যক্ষ নুরুল ইসলাম, ডা. খালেদ প্রমুখ। বক্তারা বলেন, সমাজে ন্যায়, সততা ও জবাবদিহিতামূলক রাজনীতি প্রতিষ্ঠায় ইসলামী নেতৃত্বের বিকল্প নেই।











