ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
পটিয়ার স্বনামধন্য চিকিৎসক, চট্টগ্রাম সমিতি ঢাকার সাংস্কৃতিক সম্পাদক ও ঢাকাস্থ পটিয়া সমিতির পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল চৌধুরী শানু’র পিতা ও উপজেলা আওয়ামী যুবলীগ সি: সহ-সভাপতি হাসান উল্লাহ চৌধুরীর চাচা ডা: এস এম ডা: কামাল উদ্দিন আহমদ চৌধুরী গতকাল মঙ্গলবার ঢাকাস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০০ বৎসর। এ সময় তিনি ১পুত্র ও ১ কন্যা সন্তান এবং বহু আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। গতকাল মঙ্গলবার ঢাকায় নিজ বাসা সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে ১ম জানাজা, আজ বুধবার সকাল ১০টায় পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাজা ও বাদে জোহর তার নিজ বাড়ীর খরনার শহীদ মাষ্টার এজাহারুল হক চৌধুরী বাড়ী মসজিদ প্রাঙ্গনে ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তার ইন্তেকালে জাতীয় সংসদের হুইপ পটিয়ার এমপি আলহাজ্ব সামশুল হক চৌধুরী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জমান চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহীদুল আলী মঞ্জু, চট্টগ্রাম সমিতি ঢাকার সভাপতি আবদুল মোবারক, সাধারণ সম্পাদক আবদুল মাবুদ, পটিয়া সমিতি ঢাকার সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন হিরো, পটিয়া প্রেস ক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, বাসাস পটিয়ার সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এ টি এম তোহা, পটিয়া উপজেলা যুবলীগ সভাপতি এড. বেলাল উদ্দিন সাধারণ সম্পাদক এম এ রহিম, পৌর যুবলীগ সভাপতি নুর আলম সিদ্দিকী সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপজেলার প্রচার প্রকাশনা সম্পাদক এনাম মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার ‘মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।