
দেশচিন্তা নিউজ ডেস্ক:
কৈনপুরা সচেতন সংঘের উদ্যোগে সংগঠনের ক্লাব প্রাঙ্গণে ঐতিহ্য ও গৌরবের ৪৫ বছর পদার্পণ উপলক্ষে দ্বি-বার্ষিক সম্মেলনের অভিষেক ও ১০১ বিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
আলোচ্য বিষয়ে শুরুতে গীতাপাঠ, জাতীয় সংগীত, জাতির পিতা ও জাতীয় চারনেতা, ত্রিশ লক্ষ শহীদ, সংঘের উপদেষ্টার জন্য এক মিনি দাঁড়িয়ে নীরবতা পালন, ভূমিদাতাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন।
আজ ৬ মার্চ সকাল ১১টায় বিদায়ী সংবর্ধনা আয়োজনের মাধ্যমে অভিষেক অনুষ্টিত হয়। স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি বর্তমান কমিটির সহ-সভাপতি সুরজিৎ দত্ত সৈকত। নবনির্বাচিত সভাপতি সুশান্ত দত্তের সভাপতিত্বে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, সাবেক চেয়ারম্যান থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি সামশুদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান ১৪ দলীয় নেতা মো: ইয়াকুব আলী, সংঠগনের উপদেষ্টা সাবেক শিক্ষক মধুসূদন দত্ত, সুধীর চন্দ্র দে, শম্ভু নাগ দত্ত, প্রতিষ্ঠাতা সভাপতি যদু নাথ দত্ত, সাধারণ সম্পাদক এড. বিশ্বরূপ দত্ত, এডিশনাল পিপি এড. প্রদীপ কুমার দত্ত, শিক্ষক মিলন কান্তি দাশ, ৮নং চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুচ্ছফা মেম্বার, সাধারণ সম্পাদক আশীষ নাথ, সাবেক ছাত্রনেতা আবুল মনসুর মো: মাঈনুদ্দিন, সাধারণ সম্পাদক প্রণোতোষ দত্ত, বিদায়ী সভাপতি শ্রীকান্ত দত্ত, রাজেন দত্ত, দিবাকর দত্ত, শংকর দে, বিপ্লব দত্ত, রিপন দত্ত, ভাস্কর দত্ত, পংকজ দত্ত, মহিলা সম্পাদিকা কৃষ্ণা দত্ত, সজল দে, বাসু দাশ, পলাশ নাথ, রাজু দত্ত, শক্তিম চৌধুরী, দেবাশীষ দাশ, বিশাদ দত্ত প্রমুখ। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা কৈনপুরা বৈদিক গীতাশিক্ষা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রঞ্জন কান্তি দত্ত। সমগ্র অনুষ্ঠানি সঞ্চালন করেন- সাধারণ সম্পাদক ভবতোষ দত্ত। উক্ত সংগঠনে রয়েছে- কৈনপুরা আনোয়ারা সার্বজনীন দূর্গা বাড়ী, কৈনপুরা বৈদিক গীতাশিক্ষ বিদ্যালয়, আনোয়ারা কৈনপুরা সার্বজনীন মহাশশ্মান এই সংগঠনে সমাজের গরীব-মেহনতি, দুঃখী মানুষকে সহযোগিতা করা, বিনামূল্যে গীতাশিক্ষা প্রদান ও গরীবদের বিবাহ ও বিভিন্ন কর্ম ও ক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সংগঠনের পক্ষ থেকে সেবা প্রদান করা হয়। পরিশেষে জননেত্রী মাননীয় শেখ হাসিনার আস্থাভাজন, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র আশু রোগমুক্তি কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়।