ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম পটিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী ও মাজেদা বেগম শিরুকে বিজয়ী করে পটিয়ার উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা করার জন্য সর্বস্তরের ভোটারদের সমর্থন কামনা করেছেন পটিয়া উপজেলা ও পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গতকাল পটিয়ার গাজী কনভেনশন সেন্টারে এ উপলক্ষে এক কর্মী সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক মহিলা এমপি চেমন আরা তৈয়ব, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রার্থী ডা. তিমির বরণ চৌধুরী ও মাজেদা বেগম শিরু, দক্ষিণ জেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ, দক্ষিণ জেলার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল মতিন চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, দক্ষিণ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, সাবেক যুগ্ম সম্পাদক রাশেদ মনোয়ার, উপজেলা আ’লীগের সাধারণ পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, জেলা আ’লীগের সদস্য সেলিম নবী, পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, আলমগীর আলম, সাবেক সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ফরিদ, সাবেক চেয়ারম্যান ও সাবেক সহ-সভাপতি মুহাম্মদ ছৈয়দ, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল আলী মঞ্জ প্রমুখ।
এতে বক্তারা বলেন, ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ পটিয়ার উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা করতে হলে পটিয়ার সাংসদ ও হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর আস্থাভাজন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে। তারা যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় আ’লীগ নেতৃবৃন্দদেরকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।