
শহিদুল ইসলাম(শহিদ) থানচি, বান্দরবান:
বান্দরবান থানচি উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে সারাদেশের ন্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তজার্তিক নারী দিবস ২০১৯ পালন উপলক্ষ্যে থানচি উপজেলায় বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছে তার মধ্যে মানবন্ধন , কর্মসুচি,র্যালি,আলোচনা সভা ইত্যাদি ।
৬ মার্চ বুধবার সকাল ১১টায় সারাদেশের ন্যায় থানচি উপজেলায় মাঠ প্রাঙ্গনে টিপটপ বৃষ্টির মধ্যে ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়, এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক (মৃদুল) প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম এতে বিশেষ অতিথি উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা:কাজী আশরাফুল ইসলাম , কৃষি কর্মকর্তা সুদর্ষন সিকদার,সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার ।
মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী এমরান হোসেন । নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী বকুলী মার্মা, থানচি সদর ইউপির সচিব চম ঊ মার্মা । নারী উন্নয়ন ফোরাম ,নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম সমিতি ও কারিতাসের অংশগ্রহন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন পাড়া গ্রাম থেকে আগত নারী পুরুষ মানববন্ধনে অংশগ্রহন করেন ।