আজ : শুক্রবার ║ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ║২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ║ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

৯১তম অস্কার পুরস্কার ঘোষণা

অনলাইন ডেস্ক:
৯১তম অস্কার পুরস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘গ্রিন বুক’। সেরা চিত্রনাট্যেরও পুরস্কার জিতে নিয়েছে এটি।

এবার সেরা অভিনেতার অস্কার জিতেছেন রামি মালেক। ‘বোহেমিয়ান রাপসোডি’ চলচ্চিত্রের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন অলিভিয়া কোলম্যান, ‘দ্য ফেভারিট’ ছবির জন্য। সেরা পার্শ্ব অভিনেত্রীর খেতাব জিতেছেন রেজিনা কিং। ইফ বিয়েল স্ট্রিট কুড টক ছবির জন্য তিনি পুরস্কার পেয়েছেন। গ্রিন বুক ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন মাহেরসালা আলি।

সেরা বিদেশি ভাষার ছবির অস্কার জিতেছে আলফনসো কুরোন পরিচালিত মেক্সিকোর ছবি ‘রোমা’। ছবিটির জন্য সেরা পরিচালকেরও পুরস্কার পেয়েছেন আলফনসো কুরোন। ছবিটি সেরা ছবির জন্য মনোনয়ন পেলেও জিততে পারেনি।

সেরা প্রামাণ্যচিত্রের অস্কার পেয়েছে ‘ফ্রি সোলো’। সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্যের জন্য অস্কার পেয়েছে ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’।

সেরা অরিজিনাল সং ‘শ্যালো’, ‘এ স্টার ইজ বর্ন’-এর জন্য অস্কার জিতেছেন লেডি গাগা। ‘স্পাইডার-ম্যান : ইনটু দ্য স্পাইডার-ভার্স’ পেয়েছে সেরা অ্যানিমেটেড ছবির অস্কার।

এবারের অস্কার আসরে চমক ছিল অনেকগুলোই। যার মধ্যে একটি হলো এবার কোনো নির্দিষ্ট উপস্থাপক ছিলেন না পুরো অনুষ্ঠানে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ