
দেশচিন্তা ডেস্ক: ধ্রুপদ সঙ্গীত নিকেতন চট্টগ্রামের উদ্যোগে সংগঠনের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ গতকাল ২৫শে জানুয়ারী সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংস্থার পরিচালক উজ্জ্বল চন্দ্র নাথের সভাপতিত্বে উক্ত সভার উদ্ভোধন করেন দি ডেইলি পিপলস ভিউ সম্পাদক রোটারিয়ান ওসমান গণি মনসুর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা রিয়াজ ওয়ায়েজ। অনুষ্ঠানের মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন সংস্থার উপদেষ্ঠা চিনু চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তধারা টেকনোলজি লিঃ এর চেয়ারম্যান পার্থ প্রতীম দাশ। এতে আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাশিল্পকলা একাডেমী চট্টগ্রামের কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ, খেলাঘর সংগঠক, অধ্যাপিকা শীলা দাশ গুপ্তা, বিশিষ্ট নৃত্যশিল্পী সঞ্চিতা দত্ত বেবী, বিশিষ্ট বাচিকশিল্পী প্রবীর পাল, ডাঃ দিপেন বৈদ্য, গিটারিস্ট রাজীব চৌধুরী, মঞ্জুরুল হক, নবযাত্রা সভাপতি গিটারিষ্ট দুর্জয় পাল, তবলা বাদক পলাশ দেব, সংস্কৃতিকর্মী এডভোকেট ফোরকান রাসেল। স্বাগত বক্তব্য রাখেন ধ্রুপদ সঙ্গীত নিকেতনের পরিচালক উৎপল চন্দ্র নাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নৃত্যশিল্পী রিয়া দাশ, চায়না ও আবৃত্তিশিল্পী অনুপমা দাশ। সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের দলীয়, একক গান, নৃত্য, আবৃত্তি ও গিটার পরিবেশন করেন ধ্রুপদ সঙ্গীত নিকেতন চট্টগ্রামের শিল্পীবৃন্দ। সভার উদ্ভোধন ওসমান গণি মনসুর বলেন শিশু কিশোরদের মেধা, মনন আরো বেশি জাগ্রত করতে সাংস্কৃতিক চর্চার বিকল্প। কেননা সঙ্গীত অনুশীলনই পারে আমাদের হৃদয়াবৃত্তিকে আরো বেশি বিকশিত করতে। সভার প্রধান অতিথি রিয়াজ ওয়ায়েজ বলেন শিশু কিশোরদেরকে জিপিএ ৫ এর অসম প্রতিযোগিতায় টেলে না দিয়ে তাদেরকে পরিশুদ্ধ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভাকে প্রকাশ করার সুযোগ দিতে হবে। তিনি ধ্রুপদ সঙ্গীত নিকেতন চট্টগ্রাম সঙ্গীত অনুশীলনে ১৬ বছরের পথচলা স্বাগতম জানান। তিনি বলেন বাঙালী সংস্কৃতিকে আরোবেশি বিশ্বায়ন করতে আমাদের আগামী প্রজন্ম সঙ্গীত তথা সংস্কৃতিমুখী করতে হবে।
















