সরওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি : মহেশখালী উপজেলা রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হকের দিক নির্দেশনায় ছোট মুদিরছড়ার বিট অফিসার মোঃ সানাউল্লাহর নেতৃত্বে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাহাড়ী কাঠ জব্দ করা হয়েছে।
২১ মার্চ রাত ১১টায় ছোট মহেশখালী পাহাড়ী এলাকায় অভিযান পরিচালনার সময় পাহড়ী কাঠ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন দিনেশপুর বিট অফিসার মঞ্জুরুল মোর্শেদ, শাপলাপুর বিট অফিসার নুর আলম মিয়া, হোয়ানকের বিট অফিসার জোবাইড হাসান সহ বিভিন্ন বিটের অফিসার সহ স্টাফগন।
পড়েছেনঃ ১১২