
ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়া আমির ভান্ডার রেল গেইটস্থ আলহাজ্ব শাহ সুফি ডাঃ সৈয়দ মো:খায়রুল বশর শাহ আমিরীর প্রতিষ্ঠাতায় আমির ভান্ডার বায়তুল মোয়াজ্জম জামে মসজিদের ৩ বছর মেয়াদে নতুন কমিটি ২২ মার্চ ঘোষণা করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপদেষ্টা কমিটির প্রধান আলহাজ্ব শাহ পীর কামেল মামুনুর রশীদ আমিরী। এস এম জিয়াউল হোসেন আমিরীর পরিচালনায় কমিটি ঘোষণা করেন। এতে সৈয়দ মোঃ নুরুল হুদা আমিরীকে সভাপতি ও হাজি মোঃ আবুল কালামকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হয়।
এস এম মহিউদ্দিন আমিরী এস এম আরিফুজ্জামান আমিরী, মুফতি এস এম মুশকিল কোশা আমিরী, মোঃ ইসাহাক, কামরুল ইসলাম, সাংবাদিক ফারুকুর রহমান বিনজু, হারুন সওঃ, আবুল বসর সওঃ কে সহ-সভাপতি পদে ঘোষণা করা হয়।
মাওলানা এস এম জিয়াউল হোসেন আমিরী যুগ্ন সম্পাদক, মোঃ কামাল উদ্দিন সওঃ অর্থ সম্পাদক, মোঃ সেলিম সওঃ, ওসমান হাকিম সওঃ, সহ- অর্থ সম্পাদক, এস এম সরওয়ার কামেল আমিরী ধর্মীয় সম্পাদক, আলহাজ্ব জাফর আহমদ সহ- ধর্মীয় সম্পাদক, ইলিয়াছ রাজু সাংগঠনিক সম্পাদক, শফিউল আলম সওঃ সহ-সাংগঠনিক সম্পাদক,
মনির আহমদ মিন্টু প্রচার সম্পাদক, ইউনুছ সওঃ সহ- প্রচার সম্পাদক, আকতার সওঃ, জসিম উদ্দিন, আবু সৈয়দ সওঃ, দিদারুল আলম সওঃ, মিজানুর রহমান এদেরকে সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়।