
মুহাম্মদ ফরিদ উদ্দীন, চন্দনাইশ-সাতকানিয়া আংশিক (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রমের চন্দনাইশ দোহাজারী পৌরসভার এর উদ্যোগে তৃতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল চৌধুরীকে দোহাজারী সিটি সেন্টার মাঠে ০২ ফেব্রুয়ারী গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব লোকমান হাকিম সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামিলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, চন্দনাইশ উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সামশুদ্দীন সওদাগর, দোহাজারী পৌরসভার আওয়ামিলীগে সভাপতি আবদু শুক্কুর, চন্দনাইশ উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিতুল ইসলাম, চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী,
নাহার বিল্ডাসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিমউদ্দীন জনি, দোহাজারী হাজারী টাওয়ার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সোলাইমান, দোহাজারী পৌরসভার কাউন্সিলর, আওয়ামিলীগ যুবলীগ ছাত্র লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমৃত্যু আমি যেন দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। আপনারা যারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন তাদের ঋণ সেবার মাধ্যমে শোধ করার চেষ্টা করব। অসমাপ্ত কাজগুলো আপনাদেরই সহযোগীতা ও পরামর্শে ক্রমান্বয়ে সমাপ্ত করতে সদা সচেষ্ট থাকব।
সভাপতির বক্তব্যে মেয়র লোকমান হাকিম বলেন, দোহাজারী জনগণ আপনার সাথে আছে আগামী দোহাজারী উন্নয়নে আপনার সহযোগিতা কামনা করি।