গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেছেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাস্তব ও ন্যায় সঙ্গত লেখনীর মাধ্যমে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। যাতে সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলে সাংবাদিকদের ডাটাবেইজের কার্যক্রম ও অগ্রগতি দৃশ্যমান।
তিনি আরো বলেন ডাক্তারদের বিএমডিসি, এডভোকেটদের বার কাউন্সিলের সনদ থাকলেও সাংবাদিকদের তেমন কোন সনদের প্রক্রিয়া নেই। সেই কাজটি তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে শুরু করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এ বিষয়ে আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে প্রায় ৩৩টি জেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সাংবাদিকদের তালিকা প্রেস কাউন্সিলে এসেছে। বাকী জেলাগুলো তালিকার ব্যাপারে প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি বলেন, সাংবাদিকরা ভুল সংবাদ প্রকাশ করলে ভুক্তভোগী প্রেস কাউন্সিলের মামলা করতে পারে। সম্পাদকরাও সাংবাদিকদের নিয়োগপত্র ও বেতন না দিয়ে রাষ্ট্রীয় আইন অবমাননা করছে বলে তথ্য রয়েছে। তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনার জন্য কাজ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
গোপালগঞ্জের কাশিয়ানীতে সাংবাদিকদের অন্যতম সংগঠন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের ৫ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের উদ্যোগে শুক্রবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এর সামনে সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এর
সভাপতি বায়তুল হাসান চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইবাদুল রানা’র সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ রাশেদুজ্জামনা। প্রধান আলোচক ছিলেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোঃ মিল্টন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মিয়া,সাম্পান গ্রুপের ব্যবস্তাপনা পরিচালক ইমামুল হাসান, বাংলাদেশ সুপ্রিম কোট ও কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যড: আপেল মাহমুদ, আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্রালয় এর প্রধান শিক্ষক, মাদ্রাসার অধক্ষ্য সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
এর আগে অনুষ্ঠানের শুরুতে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের ৫ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,ফ্রি ব্লাড ক্যাম্পেইন,ব্লাড ব্যাংক ও ফ্রি অক্সিজেন সেবার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।