আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ডিউটিরত পুলিশ কর্মকর্তা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

এস এম জাকারিয়া, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে ডিউটিরত অবস্থায় মো. সেলিম নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। ১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। সে চাঁদপুর জেলার মতবল থানার ঠাকুরপাড়া নিবাসী আব্দুর রাজ্জাকের পুত্র।

 

জোরারগঞ্জ থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বারইয়ারহাট বাজারে দায়িত্ব পালনকালে এএসআই সেলিমের বুকে ব্যথা ওঠে।

এসময় তার সাথে থাকা অন্যান্য অফিসাররা বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে যায়, পরে সেখান থেকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

থানা সূত্রে আরো জানা যায়, ২৭ ডিসেম্বর ২০০৮ সালে পুলিশে নিয়োগ পান সেলিম। ২০১৬ সালের ১১ নভেম্বর এএসআই পদে পদোন্নতি পান। তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর জোরারগঞ্জ থানায় যোগদান করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ