
থানচি (বান্দরবান) প্রতিনিধি
পার্বত্য জেলা বান্দরবানের থানচি বান্দরবান সড়কে এম্বুলেন্স উল্টে গিয়ে ড্রাইভারসহ ৫যাত্রী আহত হয়েছে।
বিশেষ সুত্রে জানা যায়, চট্রগ্রামের এশিয়ান মেডিকেল চিকিৎসারত অবস্থায় পরিক্ষায় করোনা পজেটিভ ধরা পড়লে চট্রগ্রাম মেডিকেলে রেপার করলে সেখানে না নিয়ে পরিবার লোকজন গ্রামের বাড়িতে নিয়ে চলে আসার পথে ১৮ই এপ্রিল রবিবার থানচি রেমাক্রী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালু পাড়া বাসিন্দা রোগী মালিনী ত্রিপুরাকে বহনকারি এম্বুলেন্সটি সড়কে উল্টে যায় জিবন নগর এলাকা সংলগ্ন কলাই পাড়ায় সড়কে এসময় এম্বুলেন্সে থাকা চালকসহ ৫জন আহত হয়।
এই বিষয়ে উপজেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মন্জুরুল আলম থেকে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনা কবলিত আহত রোগীদের মধ্যে একজনের করোনা পজেটিভ এবং লিভার সমাস্যা ছিলো আহতদের উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।