আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

থানচিতে কোটি টাকার মাদকসহ আটক একজন

 

থানচি (বান্দরবান) প্রতিনিধি 

একের পর এক যৌথ অভিযানে কোটি টাকার মাদক উদ্বার করছে আইনশৃঙ্খলাবাহিনী।
জানা যায়, উপজেলার থানচি আলিকদম সড়কের জিরো পয়েন্ট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সেনা রিজিয়ন ,বিজিবি, র‌্যাব ৭ চট্রগ্রামের যৌথ অভিযানে তিন কেজি ৮৫০ গ্রাম আফিম যার মুল্য আনুমানিক তিন কোটি সত্তর লক্ষ টাকা, মাদক বহনকারি একজনকে আটক করে।
বিশেষ সুত্রে জানা যায়, ১৭ এপ্রিল শনিবার দুপুর আড়াইটার দিকে থানচি বান্দরবান আলিকদম সড়কের হেডম্যানপাড়া এলাকায় মেজর মুশফিকুর রহমান র‌্যাব ৭ চট্রগ্রাম ও (৩৮বিজিবি বলিপাড়া), থানচি থানার এসআই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দলের যৌথ অভিযানে উপজেলার তিন্দু ইউনিয়নের মাংলুং হেডম্যানপাড়ার মউসিং ত্রিপুরা(৩৭) পিতাঃঅনথহা ত্রিপুরা,কে আফিম সহ গ্রেফতার করে।
আটককৃত মাদকসহ আসামীকে প্রাথমিক তদন্ত শেষে থানচি থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানচি থানা পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা যার মামলা নং ০১,১৭/৪/২০২১

এই বিষয়ে থানচি থানার এসআই সাখাওয়াত হোসেনের সাথে ফোনে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ