
বান্দরবান প্রতিনিধি
জেলার থানচি উপজেলা সদর হতে চার কিঃমিটার দক্ষিনে নারিকেল পাড়া এলাকা সংলগ্ন সাংগু নদীতে পরিচয়হীন এক পুরুষের লাশ পাওয়া গেছে।২৮শে ফেব্রুয়ারী রবিবার দুপুর ১টার দিকে খবর পেয়ে থানচি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানচি থানায় নিয়ে আসে। এই বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃসাইফুদ্দিন আনোয়ার থেকে জানতে চাইলে তিনি জানান উদ্বার হওয়া লাশটির পরিচয় পাওয়া যায়নী পরিচয় পাওয়া গেলে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
পড়েছেনঃ ৪১৭