
নিজস্ব প্রতিবেদক
সাম্প্রতিক দেশকালের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম অফিসের ব্যবস্থাপনায় এক প্রীতি সম্মিলন গত বৃহস্পতিবার নগরীরর সুপ্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন- বর্তমানে বাজারে অসংখ্য পত্রিকা রয়েছে যা সুখের খবর। কিন্তু একটি সংবাদ তৈরী করতে লেখা-পড়ার প্রয়োজন আছে। তাই আমি বলবো আপনারা বেশি বেশি পড়াশোনা করুন। সাম্প্রতিক দেশকালের মতো পত্রিকার প্রকাশনা জাতিকে এগিয়ে নিতে সহযোগীতা করবে। চট্টগ্রাম প্রতিনিধি ইমরান সোহেলের সার্বিক তত্বাবধানে ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন এর চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী। অনুষ্ঠানে বিজ্ঞাপনদাতা ও পাঠক সম্মাননা গ্রহণ করলেন সাতকানিয়া পৌর মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবি মোহাম্মদ জোবায়ের, দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি করোনা যোদ্ধা মোহান্মদ আবু বক্কর, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হক আমিন, ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী, কবি ও প্রাবন্ধিক মাদল বড়ুয়া।
দিলরুবা খানমের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, চন্দনাইশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক এড. কামেলা খানম রুপা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল মান্নান, ন্যাপ (মোজাফ্ফর) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিঠুল দাশ গুপ্ত, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, মঞ্চ শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক এড. কামরুল আজম টিপু, বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আবুল বশর, দৈনিক সকালের সময় এর চট্টগ্রাম ব্যুরো প্রধান এস এম পিন্টু ও স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোকচিত্রী ওচমান জাহাঙ্গীর, সাতকানিয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম ফরহাদ, স্বদেশ আবৃত্তি সংগঠনের সভাপতি মোঃ সেলিম ভূঁইয়া, ইকবাল ইবনে মালেক, সায়েম উদ্দিন, সালামত উল্লাহ, কবি বিবি ফাতেমা, সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মারমা, উম্মে হানী মিম, মোপলেস সাধারণ সম্পাদক সজল দাশ, সংগঠক স ম জিয়াউর রহমান, এম নুরুল হুদা, হাসান মুরাদ, জয়া চৌধুরী, মাসুমা কামাল আখিঁ প্রমূখ।