আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

থানচিতে বিজয় দিবস পালন

থানচি (বান্দরবান) প্রতিনিধি :

সারাদেশের ন্যায় বান্দরবান থানচিতে বিজয়ের উৎসবের আমেজে স্বাধীনতার জন্য যে অকুতোভয় নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের গভীর বেদনা ও শ্রদ্ধার সাথে স্মরণ করা মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে মুক্তির বিজয়ের দিন ১৬ই ডিসেম্বর বুধবার উপজেলা প্রশাসনের মাধ্যমে সূর্যোদয়ের সাথে সাথে সরকারী আধা-সরকারী স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পাতাকা উত্তোলন করা হয়। একই সাথে স্বাস্থ্য বিধি মেনে ও মাস্ক পরিধান করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের স্মরণে পুস্পস্তবক অপর্ণ করা হয়। পুস্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন করেন উপজেলা প্রশাসন থানচি থানা থানচি প্রেসক্লাব উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপি, থানচি কলেজ ও বিভিন্ন সংঘঠন।
এই উপলক্ষে সকাল নয়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।
বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, থানচি থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুদ্দিন আনোয়ার, থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ
থানচি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরাসহ আলোচনা সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, থানচি প্রেসক্লাব, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় অংশগ্রহন করেন।

আলোচনা সভা পরবর্তি শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আতœার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে, স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলাধীন সকল মসজিদ,মন্দির, র্গীজা, প্যাগোডা মহ অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা স্ব স্ব প্রতিষ্ঠান মাধ্যমে আয়োজন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ