আজ : রবিবার ║ ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় ১৩৫০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

মো. ইকবাল হোসেন:

সাতকানিয়া থানার এস আই অনুপম দাশ ও তার সঙ্গীয় ফোর্স ১৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে অভিনব কৌশলে ডাম্পার ট্রাকের হাইড্রলিক বক্সের ভিতর লুকিয়ে পাচারকালে ইয়াবাসহ তাদের আটক করে।

এসময় তাদের ব্যবহৃত ০১টি ডাম্পার ট্রাক ও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রুবেল (ড্রাইভার) (৩৬), পিতা মৃত রমজান আলী, ও আফতাব উদ্দিন (৩৪), পিতা আ: মান্নান, উভয়ের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর থানার বরমী ইউনিয়নের বড়নল গ্রামে।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, আটককৃত দুইজনকে গতকাল থানায় মামলা রুজু করে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আক্কাস উদ্দিন বলেন, সাতকানিয়া থানার ওসি’র সন্ত্রাস দমন, মাদক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে ধারাবাহিক সাফল্য অর্জন করে যাচ্ছে, তার এই সাফল্য সাতকানিয়াবাসীর জন্য মাইলফলক হতে যাচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ