
মো.ইকবাল হোসেন: গত শুক্রবার ১১ই ডিসেম্বর বিকাল ৩ ঘটিকায় মির্জারখীল আনোয়ারে রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আহমদ কবির ভেট্রার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মাস্টার আবু তাহের,সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন চৌধুরী, সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব জমিদার,সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সুমন, যুগ্ন সম্পাদক নুরুল আজিম,ফরহাদ, প্রচার সম্পাদক মোহাম্মদ লিয়াকত, ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল গফুর, যুবলীগ নেতা মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যাংকার মো বাবর, সোনাকানিয়া ইউপি সদস্য আব্দুল কাদের, আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম মোঃ রিফাত মো সোহেল, মামুন সহ মান্যগণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনার জন্য মোনাজাত করা হয়।