আজ : সোমবার ║ ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাতকানিয়া সার্কেলের এস.পি. হাসানুজ্জামান মোল্যা’র বিদায় সংবর্ধনা

মো.ইকবাল হোসেন: চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের এস.পি. হাসানুজ্জামান মোল্যা’র বিদায় সংবর্ধনা অনুুুষ্ঠান সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ১২ ডিসেম্বর (শনিবার) বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এ এস আই রমজান আলী। ঢেমশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জায়েদ নূরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম চেম্বার এন্ড কমার্সের পরিচালক অহিদ সিরাজ স্বপন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া প্রেস ক্লাবের সভপতি সৈয়দ মাহফুজ উন-নবী খোকন, সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দীন চৌধুরী, সাতকানিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মাস্টার ফরিদুল আলম, সাতকানিয়া ব্রিক ফিল্ড সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দীন, বনফুল গ্রুপের পরিচালক মোঃ ওয়াহিদ,সাংবাদিক সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আক্কাস উদদীন সহ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ,দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত, বীর মুক্তিযুদ্ধা মিলন ভট্টাচার্য্য, চেয়ারম্যান মনির আহমদ, সাতকানিয়ার ছাত্রলীগ নেতা কামাল উদ্দীন, এস আই নজরুল, কনস্টেবল কামালসসহ সাতকানিয়া উপজেলার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ