আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামকে পরিবেশবান্ধব একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলব : রেজাউল

খেলার মাঠে প্রতিপক্ষে ভালো খেলোয়াড় না থাকলে খেলা জমে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

রেজাউল করিম বলেন, ‘আজকের দিনে সেসব প্রয়াত নেতাকে স্মরণ করতে চাই, যাদের হাত ধরে ১৯৬৬ সালে আমি রাজনীতিতে এসেছিলাম। আমি চট্টগ্রামের হারানো গৌরব ফিরিয়ে দিতে চাই। এই চট্টলা এক সময় সৌন্দর্যের রানি ছিল। আজ পাহাড় কাটায় চট্টলা ধ্বংসের মুখে, নদীদূষণে কর্ণফুলী আজ মরে যেতে বসেছে। আমি যদি নির্বাচিত হতে পারি এ চট্টগ্রামকে পরিবেশবান্ধব একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলব।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়তে তুলতে সুশীল সমাজ, সাংবাদিক, পেশাজীবী, প্রকৌশলী, কৃষিবিদ, নগর পরিকল্পনাবিদদের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ও বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে সেই সর্বস্তরের জনগণকে নিয়ে পরামর্শ করে কাজ করব।’

পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘এবিএম মহিউদ্দিন চৌধুরী যে স্বপ্ন দেখেছেন, বর্তমান মেয়র আ জ ম নাছির যেসব উন্নয়ন কাজ করছেন, আমি নির্বাচিত হলে সে উন্নয়নের ধারা অব্যাহত রাখব।’

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, বিএনপির এ অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি শুধু অভিযোগ আর সমালোচনা করে। সরকারের ভালো কাজগুলো নিয়ে তারা কিছু বলতে পারে না। এই যে কর্ণফুলী টানেল হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে এসব নিয়ে তাদের কোনো কথা নেই।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামসহ দলের অন্য নেতাকর্মীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ