
চট্টগ্রাম সিটি করপোরেশনসহ (চসিক) পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়েছে জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দলের নীতিনির্ধারণী ফোরামের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
পার্টির চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু বলেন, ‘আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করছি। জাতীয় স্বাধীনতা পার্টি মুক্তিযুদ্ধের চেতনার একটি রাজনৈতিক দল। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা সরকারের অংশীদার হয়ে কাজ করতে চাই। দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য আমরা চসিকসহ পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিতে কাজ করে যাবো।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পার্টির মহাসচিব জয়প্রকাশ নারায়ণ রক্ষিত, সিনিয়র ভাইস চেয়ারম্যান সাবিনা জাহান খুশি, সিনিয়র যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিত, অর্থ সচিব উত্তম কুমার চৌধুরী, মহিলা সম্পাদিক উর্মি মজিদ প্রমুখ।