আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিতে কাজ করে যাবো:জেএসপি

চট্টগ্রাম সিটি করপোরেশনসহ (চসিক) পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়েছে জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দলের নীতিনির্ধারণী ফোরামের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

পার্টির চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু বলেন, ‘আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করছি। জাতীয় স্বাধীনতা পার্টি মুক্তিযুদ্ধের চেতনার একটি রাজনৈতিক দল। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা সরকারের অংশীদার হয়ে কাজ করতে চাই। দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য আমরা চসিকসহ পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিতে কাজ করে যাবো।’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পার্টির মহাসচিব জয়প্রকাশ নারায়ণ রক্ষিত, সিনিয়র ভাইস চেয়ারম্যান সাবিনা জাহান খুশি, সিনিয়র যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিত, অর্থ সচিব উত্তম কুমার চৌধুরী, মহিলা সম্পাদিক উর্মি মজিদ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ