আজ : শুক্রবার ║ ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বই জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে: মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী।

মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার ৩০টি স্টল স্থান পেয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।

এ সময় উবায়দুল মোকতাদির চৌধুরী নতুন প্রজন্মকে কাগজের বইয়ের প্রতি আকৃষ্ট হওয়ার জন্যে আহ্বান জানান। তিনি বলেন, ‘বই জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেনসহ রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতি অঙ্গনের কর্মীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ