টাঙ্গাইলের ভূঞাপুরে দাখিল পরীক্ষায় নকল করায় ছয় ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভূঞাপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে দাখিলের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে।
ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন এই বহিষ্কারাদেশ দেন। কেন্দ্র সচিব আব্দুছ সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃতদের মধ্যে উপজেলার অর্জুনা দাখিল মাদরাসার তিন জন, পলশিয়া দাখিল মাদরাসার দুই জন ও আগতেরিল্ল্যা দাখিল মাদরাসার একজন ছাত্র রয়েছেন।
কেন্দ্র সচিব আব্দুছ সোবহান বলেন, ‘দাখিলের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় নকল করে তারা পরীক্ষা দিচ্ছিল। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন তাদেরকে ধরে ফেলেন। পরে তাদেরকে বহিষ্কার করা হয়।’
পড়েছেনঃ ৩২২