চা দোকানের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে পাসের সিএনজি চালিত অটোরিকশায়। এসময় আগুনে দগ্ধ হন চার জন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার একাব্বর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভূঞাপুর বাসস্ট্যান্ড মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটি চা স্টলের সিলিন্ডারে প্রথমে বিস্ফোরণ ঘটে। এসময় পাসে রাখা সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ হয়। এতে চা স্টলের দোকানদারসহ চার জন দগ্ধ হন। আহত চারজনের মধ্যে তিন জনের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।’
আহতরা হলেন ভূঞাপুরের ছাব্বিশা গ্রামের কালু শেখের ছেলে আব্দুল গফুর (৪০), মাদারিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে রুবেল হোসেন (৫৪), গোপালপুর উপজেলার নলীন গ্রামের গোপাল চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস (৩০), ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ি গ্রামের আব্দুল হাকিমের ছেলে শুকুর (৩৫)।
ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে প্রথমে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাদের কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।