
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির একটি নির্মাণাধীন কালভার্টের গর্ত থেকে মোটরসাইকেলসহ সনাতন কর্মকার (৩৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নে বর্মাছড়া চা বাগান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, এটি দুর্ঘটনা।
নিহত ব্যক্তি ওই চা বাগানের বরুণ কর্মকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বর্মাছড়া চা বাগানের ৩ নং সেকশন রাস্তায় একটি কালভার্টের নির্মাণ কাজ চলছিল। আজ সকালে শ্রমিকরা এসে দেখেন ওই কালভার্টের গর্তে এক ব্যক্তি মোটরসাইকেলসহ পড়ে আছেন৷ পরে শ্রমিকরা শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেন৷ শ্রীমঙ্গল থানা পুলিশ খবর পেয়ে দুপুরের দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠিয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। কালভার্ট নির্মাণাধীন কাজে নিয়োজিত ঠিকাদারের গাফিলতির কারণেই মূলত এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। অন্যান্য বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।’