
টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে ৯ শিক্ষককে অব্যাহতি এবং নকল করার অপরাধে ১৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় এই দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।
এই ঘটনায় বিএম কলেজ কেন্দ্রের ছয় জন, তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট কেন্দ্রের তিন জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।
এছাড়াও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এলেঙ্গা বিএম কলেজ কেন্দ্রের পাঁচ জন, তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট কেন্দ্রের ৯ জন, কালিহাতী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একজন এবং কালিহাতী কলেজ কেন্দ্রের তিন জনসহ মোট ১৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহরিয়ার রহমান বলেন, ‘চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে ৯ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষায় নকল করার অপরাধে ১৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতেই এই আদেশ।’