আজ : রবিবার ║ ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পাকিস্তানি বাহিনীর নির্মমতা তাদের জানাতে হবে: কৃষিমন্ত্রী

নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানানোর ওপর গুরুত্বারোপ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করতে হবে। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতা তাদের জানাতে হবে। আর এ জন্যই বধ্যভূমি সংস্কার এবং স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।’

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা সদরের পানির ট্যাংক সংলগ্ন বধ্যভূমি সংস্কার এবং নবনির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার চলমান আছে। যারা বিচারের আওতায় আসেনি, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।’
টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, মুক্তিযোদ্ধা ও কবি বুলবুল খান মাহবুব, টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪ আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ