আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের উদ্বোধন স্থানীয় সরকারমন্ত্রী

সরকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে সমতল ভূমির সঙ্গে পার্বত্য এলাকার কোনও বৈষম্য করে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি জানান, ‘সমতলে যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে, তার সঙ্গে মিল রেখে পার্বত্য চট্টগ্রামেও উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকার পার্বত্য জেলা পরিষদে বেশ কিছু বিভাগকে হস্তান্তর করেছে। এ অঞ্চলের উন্নয়নকে আরও বেগবান করতে প্রয়োজনে পার্বত্য জেলা পরিষদের সঙ্গে আলোচনা করে অন্যান্য বিভাগও তাদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।’

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে বাস্তবায়িত বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের উদ্বোধন শেষে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। আবাসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে ৩ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে আবাসন প্রকল্পে ৩৪টি বসতবাড়ি নির্মাণ করা হয়। প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, বিধবাসহ হতদরিদ্ররা পাচ্ছেন এসব বাড়ি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ