আজ : মঙ্গলবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযান, বিপুল ভারতীয় পণ্য জব্দ

দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধীন কচুছড়িমুখ বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্তের কাছাকাছি একটি পরিত্যক্ত স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১২ হাজার ৩৫ টাকা।

বিজিবি সূত্র জানায়, কচুছড়িমুখ বিওপি থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় ৬০০ গজ দূরে এবং আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৬৬/৩৪ এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে কচুছড়িমুখ এলাকায় এসব চোরাচালানি পণ্য পাওয়া যায়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় ভোগ্যপণ্য ও প্রসাধনী সামগ্রী। এর মধ্যে স্পার্কেল ভীম, আমল দুধ, কমফোর্ট, চা পাতা, জো সাবান, ভিভেল, লাক্স, ডাভ, লাইফবয়, নিমা সাবান, অলিভ অয়েল, ডাবল আমল ও সেভেন অয়েল, সেনসোডাইন ও ডাবর রেড টুথপেস্ট, সানসিল্ক ও ক্লিনিক প্লাস শ্যাম্পু, ইঁদুরনাশক ওষুধ, ডারবিন ক্রিমসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য রয়েছে।

বিজিবি জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব পণ্য চোরাচালানের মাধ্যমে দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল। সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ বাণিজ্য ও রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি রোধে বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়। উদ্ধার করা মালামাল প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ বাণিজ্য ঠেকাতে বিজিবির এমন অভিযান চলমান থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ