আজ : মঙ্গলবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

সিভাসু’র ছাত্রকল্যাণ দপ্তরের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন এবং বুলেটিন-এর মোড়ক উন্মোচন

দেশচিন্তা ডেস্ক: ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতকরণে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের সুবিধাসমূহ ভোগ করে শিক্ষার্থীরা একদিন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।’ সিভাসু’র ছাত্রকল্যাণ দপ্তরের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন এবং বুলেটিন-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এসব কথা বলেন।
প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে সোমবার দুপুর সোয়া ১২টায় পরিচালক (ছাত্রকল্যাণ) দপ্তর উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল হক।
অনুষ্ঠানের শুরুতে ছাত্রকল্যাণ দপ্তরের উদ্যোগে সম্পাদিত সার্বিক কার্যক্রম, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন দেন প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। প্রেজেন্টেশনে তিনি শুভ ক্যান্টিনের আধুনিকায়ন, সিভাসু গার্ডেন প্রতিষ্ঠা, মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার আয়োজন, শিক্ষার্থীদের জন্য উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সাথে সমঝোতা স্মারক সই, ফ্রি ডেন্টাল ক্যাম্প, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, বন্যার্তদের মানবিক সহায়তা, বন্যাদুর্গত এলাকায় বিনামূল্যে প্রাণী চিকিৎসাসেবা প্রদান, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সিভাসু শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্য, বিভিন্ন জাতীয় দিবস ও উৎসব উদযাপন, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, সিভাসু যুব রেড ক্রিসেন্ট ইউনিট, শিক্ষার্থীদের জন্য আধুনিক স্টেশনারি শপ স্থাপন, টিউটোরিয়াল পদ্ধতি, শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সহ-পাঠক্রমিক কার্যক্রম, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন, ইফতার মাহফিল, পরিবেশ, রক্তসঞ্চালন ও নিরাপত্তা, খাদ্যমান ও স্বাস্থ্যবিধি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজনসহ একে একে ছাত্রকল্যাণ দপ্তর কর্তৃক সম্পাদিত সার্বিক কার্যক্রম তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম ছাত্রকল্যাণ দপ্তরের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও উল্লেখ করেন। তিনি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানসহ ছাত্রকল্যাণ দপ্তরের সমগ্র কার্যক্রমকে সফল করতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান ছাত্রকল্যাণ দপ্তরের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ছাত্রকল্যাণ দপ্তরের এসব উদ্ভাবনী কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
শেষে উপাচার্য ছাত্রকল্যাণ দপ্তর কর্তৃক প্রকাশিত বুলেটিন-এর মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, বিভাগীয় প্রধান, প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ