আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় ধর্ষণসহ ১২ মামলার আসামি গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমানকে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মুন্সিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাফিজুর রহমান শ্যামনগর সদরের গোপালপুর গ্রামের মৃত. আব্দুল হামিদ সরদারের ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। একটি ধর্ষণ মামলার গ্রেফতারি পরোয়ানায় তাকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার হাফিজুর রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণসহ ১২টি মামলা রয়েছে বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ