
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) কোষাধ্যক্ষ পদে গত ৩০ অক্টোবর ২০২৫ যোগদান করেছেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও চবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। চাকসু গঠনতন্ত্র অনুযায়ী আগামী ১ বছরের জন্য চাকসুর সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। চবি প্রক্টর ও চাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী গত ৩০ অক্টোবর ২০২৫ চাকসুর নবনিযুক্ত কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।
পড়েছেনঃ ১৫











