
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মনোনীত প্রার্থী এডভোকেট নিজাম উদ্দিন নিজামের সমর্থনে বই মার্কায় অদ্য ০৩ নভেম্বর বিকাল ৩ ঘটিকায় নগরীর কাজীর দেউরী, জামালখান, চেরাগী পাহাড় ও আন্দরকিল্লা এলাকায় নির্বাচনী গণসংযোগ করা হয়। গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মুহতারাম কেন্দ্রীয় আমির অধ্যক্ষ মাওলানা সরোয়ার কামাল আজিজী, নায়েবে আমির আবদুর রহমান চৌধুরী, মহানগর আমির মাওলানা জিয়াউল হোসাইন, মহানগর শাখার অর্থ সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান, সাইফুল কাদির, মোহাম্মদ জসীম, মোস্তফা কামাল, ছাত্রনেতা সামিরুল হক ও দলের অন্যান্য নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ। গণসংযোগকালে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মনোনীত প্রার্থী এডভোকেট নিজাম উদ্দিন নিজাম বলেন, আগামী নির্বাচন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে জনপ্রতিনিধি।










