আজ : মঙ্গলবার ║ ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কল্পলোক মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা

দেশচিন্তা ডেস্ক: সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় বাকলিয়াস্থ কল্পলোক আ/এ-তে কল্পলোক মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা স্কুল মিলনায়তনে অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা হেলাল চৌধুরী। সভা পরিচালনা করেন সানরাইজ গ্রামার স্কুল কল্পলোক শাখার প্রধান শিক্ষক সামশুল আবেদীন। শিক্ষার্থীদের না বুঝে মুখস্থ করা থেকে বিরত থাকতে উৎসাহিত করে প্রধান অতিথি হেলাল চৌধুরী বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে আমাদের দেশের নারীরা পুরুষদের পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অত্র এলাকায় নারী শিক্ষার্থীদের জন্য উপযোগী আধুনিক ও নৈতিক স্কুলের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। এই বিদ্যালয় উদ্বোধনের মাধ্যমে সেই প্রয়োজনীয়তা পূরণ হবে। এই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে আগামীতে চট্টগ্রাম তথা জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে বলেন তিনি। সভাপতি দিদারুল ইসলাম বলেন, কল্পলোক মডেল বালিকা উচ্চ বিদ্যালয়টি আধুনিক শিক্ষা ব্যবস্থার সকল বৈশিষ্ট্য নিয়েই পরিচালিত হবে। এখানে শিক্ষার্থীরা খেলতে খেলতে শিখবে এবং শেখার প্রতি তাদের ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে। এসময় স্কুলের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি, অভিভাবক, স্থানীয় জনগণ ও বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ