
দেশচিন্তা ডেস্ক: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ও ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইসিই) বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, পতেঙ্গা, চট্টগ্রাম পরিদর্শন করেছেন। মূলত ইউনিভার্সিটি থেকে অর্জিত শিক্ষাকে কিভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায় এ ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা অর্জনে এ সফরের আয়োজন করা হয়। ৫ জন শিক্ষকের তত্ত্বাবধানে উক্ত বিভাগের ৪২ জন ছাত্র—ছাত্রী এ সফরে অংশগ্রহণ করেন।
পরিদর্শন চলাকালে শিক্ষার্থীরা বৈদ্যুতিক ট্রান্সফরমার তৈরি ও পরীক্ষণের বিভিন্ন ধাপ সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করেন। এর ফলে তারা বিদ্যুৎ প্রকৌশল বিষয়ে শিল্প—প্রয়োগ সম্পর্কিত বাস্তব ধারণা লাভ করেন। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, রুবেল কান্তি দাশ, মোহাম্মদ ইফতেখার উদ্দিন এবং কাজী মো: কামরুল হাসান। পরিদর্শন শেষে ইইই ও ইসিই বিভাগের শিক্ষকবৃন্দ—জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের আতিথেয়তা ও শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী শিক্ষণ প্রদানের জন্য ধন্যবাদ জানান।















