দেশচিন্তা নিউজ ডেস্ক:
“আমরা লড়ছি পরিবর্তনের জন্য” এ স্লোগানকে সামনে রেখে সম্মিলিত ঐক্যজোট আজ ০৯ মার্চ হল ২৪ এ প্যানেল পরিচিতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। আগামী ১২ মার্চ মঙ্গলবার চিটাগাং কাষ্টমস সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশন এর ত্রি-বর্ষিক নির্বাচন ২০১৯-২০২১ অনুষ্ঠিত হবে। সম্মিলিত ঐক্যজোট থেকে মো: সায়েদুজ্জামান খান সভাপতি ও ওমর ফারুক সবুজ কে সাধারন সম্পাদক কওে ২৯ সদস্যেও প্যানেল (সায়েদ-সবুজ) পরিষদ থেকে নির্বাচন করছেন। এবারের নির্বাচনে আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে চট্টগ্রাম সি এন্ড এফ মালিকদেও তিনটি সংগঠন- সম্মিলিত পরিষদ, সচেতন ফোরাম, সমন্বয় পরিষদ একত্রিত হয়ে সম্মিলিত ঐক্যজোট গঠন করেছে। তারা আগামী ১২ মার্চ সমমনা পরিষদ এর প্রতিদন্ধিতা করছেন।
এ প্যানেলে রয়েছে নবীন-প্রবীন অনেক সদস্য । সায়েদ-সবুজ প্যানেল থেকে অন্যান্য প্রর্থীরা হচ্ছে- ১ম সহ-সভাপতি- খন্দকার লতিফুর রহমান (আজিম), ২য় সহ-সভাপতি- আবু সালেহ,৩য় সহ-সভাপতি- মো: নুরুল আবছার, ১ম যুগ্ম-সাধারন সম্পাদক শংকর সেন গুপ্ত, ২য় যুগ্ম-সাধারন সম্পাদক মো: নুরুল আবছার, অর্থ সম্পাদক- মোহাম্মদ সাইফুদ্দিন, কাস্টমস্ বিষয়ক সম্পাদক-আহমাদ শহীদ উদ্দীন, কাস্টমস্ বিষয়ক ১ম সহ সম্পাদক- মো: এনামুল কবির বাচ্চু, কাস্টমস্ বিষয়ক ২য় সহ সম্পাদক- মো: সারাফত উল্লাহ (শিপন), বন্দর বিষয়ক সম্পাদক মো: মোর্শেদ আলী, বন্দর বিষয়ক ১ম সহ-সম্পাদক মো: আব্দুল করিম, বন্দর বিষয়ক ২য় সহ-সম্পাদক- মাহমুদুল হাসান, প্রযুক্তি প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এমরান উদ্দীন স্বপন, প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক- আলহাজ্ব মো: শওকত আকবর, সাংষ্কৃতিক, শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: শফিউল আজম খান, নির্বাহী সদস্যরা হলেন- আলহাজ্ব এম নুর মোহাম্মদ, মো: আলতাফ হোসেন ভূঁঞা, ওসমান গনি চৌধুরী, শেখ জাকির হোসেন, মো: মনিরুজ্জামান, এস এম ফরিদুল আলম, মো: রাকিব-উল-আমিন ভূঁইয়া, মো: সিরাজুল ইসলাম, হাজী চাঁন্দু মিয়া, মো: জাকির হোসেন চৌধুরী, মো: গোলাম নবী, মো: হুমায়ূন কবির।
সম্মিলিত ঐক্যজোটের প্যানেল পরিচিতি সভায় নুরুল আবসারের সঞ্চালনায় ও নির্বাচনী কমিটির সভাপতি সিরাজুল মোনাওয়ার এর সভাপতিত্বে সদস্যদেও পরিচয় করিয়ে দেয়া হয়। সভায় বক্তারা বলেন- দীর্ঘকালব্যাপী জিম্মিদশা, অনিয়ম, অ-ব্যবস্থাপনা, দখলদারিত্ব ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে ক্রান্তিকাল অতিক্রম করছেন। নতুন নেতৃত্ব সৃষ্টির সকল পথ সু-কৌশলে বন্ধ রাখা হয়েছে। তাই আজ সময় এসেছে নতুন নেতৃত্ব সুচনার।
এসময় হল ভর্তি আগত মালিকরা বিপুল করতালির মাধ্যমে তাদের অভিনন্দিত করেন এবং হাত তুলে আগামী ১২ মার্চ নির্বাচনে ঐক্যজোটের পক্ষে থাকার আশ্বাস প্রদান করেন। সবশেষে দোয়া মাহফিল ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।