আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় ডিজিটাল পাবলিসিটি

দেশচিন্তা নিউজ ডেস্ক:

ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে নগরীর মোমিন রোডস্থ সুপ্রভাত স্টুডিও হলে ৮ মার্চ শুক্রবার বিকাল ৫ টায় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপির আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল সংগঠনের সিনিয়র সহ সভাপতি মো: জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর ওলামালীগের সাধারণ সম্পাদক মাওলানা রবিউল আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন শোভনদন্ডী কলেজের অধ্যক্ষ মো: হামিদ হোসেন, খুলশী থানা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডা: মো: জামাল উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য গীতিকার মো: লিপটন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মো: ফিরোজ, সাধারণ সম্পাদক মো: কালিম শেখ, হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের শ্রম ও আপ্যায়ন সম্পাদক মো: কাউছার। মিলাদ মাহফিল পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক ও ওয়াজেদীয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো: মাহবুবুর রহমান।
এ সময় বক্তারা বলেন, জননেতা ওবায়দুল কাদের আওয়ামী রাজনীতির ও বঙ্গবন্ধুর আদর্শিক ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। আওয়ামীলীগের কঠিন ও দুঃসময়ের রাজনীতিতে ওবায়দুল কাদেরের দৃঢ় ও সাহসী ভূমিকা অনন্য। বক্তারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বরপুত্র ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
এ সময় আরো বক্তব্য রাখেন গীতিকার ইমরান ফারুকী, সংগঠক মো: হুমায়ুন কবির, এসএম কামরুল আলম, মো: ওসমান শিকদার, নোমান বিন খুরশীদ, গোলাম রহমান, মো: শহীদুর ইসলাম, ইমরান সোহেল, মাহমুদুল হাসান, আব্দুল্লাহ আল মুরাদ, ফরিদুজ্জামান মিশু, আসিফ ইকবাল, মো: বেলাল হোসেন, মো: জাহাঙ্গীর আলম, মো: ফিরোজ আহমেদ, মো: ছবির, মো: নুরুল আমিন, মো: বেলাল হোসেন লিটন, মো: কামাল হোসেন, মো: ছিদ্দিক মিয়া, মো: গাজি আব্দুল্লাহ, মো: জয়নাল আবেদীন, মো: বায়েজিদ ফরায়েজী, মো: মিজান, মো: মাহবুবুর রহমান, মো: কাশেম, সদস্য মো: সেলিম, মো: জয়নাল শেখ প্রমূখ।
আলোচনা সভা শেষে সিঙ্গাপুুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসারত বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রবিউল আলম সিদ্দিকী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ