
শহিদুল ইসলাম (শহিদ), থানচি, বান্দরবান :
সারাদেশের মত বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পালন হচ্ছে আন্তজার্তিক নারী দিবস ৮ মার্চ সকাল সাড়ে ১০টায় বান্দরবান থানচি উপজেলা কমপ্লেক্স হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে নারী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে দুই দিন ব্যাপি ৮ ও ৯ মার্চ নারী উন্নয়ন মেলার শুভ সুচনা করা হয় ।
সবাই মিলে ভাবো,নতুন কিছু করো নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো এই ভাবনা রেখে সামনে রেখে অনুষ্টিত আন্তজার্তিক নারী দিবস পালনে আলোচনা সভায় থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক (মৃদুল) আলোচনা সভায় বলেন নারী পুরুষ কারো চেয়ে কেও আজ পিছিয়ে নাই সরকার নারীদের উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি করছেন,নারীরা কারো মা কারো বোন কারো বা স্ত্রী সুতারাং তাদের সম্মানের দৃষ্টিতে দেখা আমাদের সকলের নৈতিক কর্তব্য ।
এতে মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারি এমরান হোনের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানচি থানার এস আই জালাল আহমেদ, নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী বকুলি মারমা,নারী নেত্রী জাহানারা বেগম,থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছোটন দত্ত । এসময় নারী উন্নয়ন বিষয়ে মুখ্য আলোচনা করেন থানচি কলেজের শিক্ষক আবুল হাসেম ।
ষ্টলে নারী পুরুষ , শিশু কিশোর,পরিবার পরিজন নিয়ে আসা বিভিন্ন উপছেপড়া জনসমাগম লক্ষ করা গেছে ।