আজ : মঙ্গলবার ║ ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রামুতে দুই শিশুকে অপহরণ ও হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলায় দুই শিশুকে অপহরণ ও হত্যার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং তিন নারীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান গণি এ রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, গর্জনিয়া বড়বিল এলাকার জাহাঙ্গীর আলম, শুক্কুর, আলমগীর হোসেন বুলু, মিজানুর রহমান ও শহীদুল্লাহ।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, আবদুল মজিদ বদাইয়া, ফাতেমা খাতুন, রাশেদা খাতুন ও লায়লা বেগম।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ১৭ জানুয়ারি বড়বিল এলাকায় দোকান কর্মচারী মো. ফোরকানের দুই ছেলে হাসান শাকিল (১০) ও হোসেন কাজল (৮)কে পাখির ছানা দেওয়ার প্রলোভনে অপহরণ করে জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন একটি চক্র। পরে মুক্তিপণ না পেয়ে তারা দুই শিশুকে হত্যা করে খালের পাড়ে ফেলে দেয়।

দীর্ঘ নয় বছর বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত পেয়ে এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (এসপিপি) মীর মোশারফ হোসেন টিটু বলেন, “দীর্ঘদিন পর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালত সাক্ষ্য ও প্রমাণ যাচাই করে যথাযথ রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।”

রায় ঘোষণার সময় প্রধান আসামি জাহাঙ্গীর আলম আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক। এ মামলায় অভিযুক্ত মোকারমা সুলতানা পুতুকে খালাস দিয়েছেন আদালত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ