আজ : মঙ্গলবার ║ ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এএসপি পদে পদোন্নতি পেলেন ৮০ পুলিশ পরিদর্শক

দেশচিন্তা ডেস্ক: পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৮০ কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ৩৩ কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতি দিয়ে তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

৩৩ কর্মকর্তা হলেন- মাহবুবুল আলম, আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া, এসএম আনোয়ার হোসেন, রেজাউল হক, কবির আহম্মদ, মোহাম্মদ আরিফ ইকবাল, রফিকুল ইসলাম, মোহাম্মদ মেজবাহ উদ্দিন খান, মঈন উদ্দিন চৌধুরী, আক্তারুজ্জামান, আবু বকর সিদ্দিক, হাফিজ ইকবাল, আতিউর রহমান সরকার, হারেচ আলী মিয়া, আবু শামা মো. ইকবাল হায়াত, মিতশ্রী বড়ুয়া, নূর হোসেন খন্দকার, হারুন অর রশীদ, আবদুল্লাহ আল মাছউদ চৌধুরী, আবদুল্লাহ আল নজরুল, শাহীন আহমদ, ইফতেখার হোসেন, তাহইয়াতুল ইসলাম, মাহফুজুল হক, মঞ্জুরুল মোর্শেদ, মফজল আহমদ খান, জামশেদ আলম, আফজাল হোসেন, জাহাঙ্গীর আলম, কাজী মাহবুবুর রহমান, চক্রধর রায়, সাঈদ ইকবাল ও আহসান হাবীব।

আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে কর্মরত ১৮ কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

এই ১৮ কর্মকর্তা হলেন- অমল চন্দ্র, সিরাজ-উদ-দৌলা, বদিউল আমিন চৌধুরী, আনোয়ারুল ইসলাম, মাহফুজুল হক বকশী, আলমগীর হুসেন, সামছু উদ্দিন, এটিএম তৌহিদুল ইসলাম, সাজেদুল ইসলাম, শহিদুল আলম, মীর নাজির হোসেন, মাবিয়ান মিয়া, ফজলুল কবীর, ফরহাদ হায়দার, একেএম মঞ্জুরুল আলম, ইফতেখার হোসেন মাহমুদ, সৈয়দ মাহবুবুর রহমান ও কবির উদ্দিন সরকার।

এছাড়া, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে কর্মরত ২৯ জনকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার করে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এসব কর্মকর্তা হলেন- নুরুল ইসলাম, নুরুল হক, রবিউল ইসলাম, খন্দকার রুহুল আমিন, কাজী আনছার আলী, মিনহাজ খন্দকার, জিল্লুর রহমান, মাজেদ আলী, হান্নান হাওলাদার, বাসুদেব চন্দ্র দে, আইয়ুব আলী, রাধেশ চন্দ্র সেন, অহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, আলী আক্কাছ, আবদুল হান্নান, আইনুল হক, এমএন আলী খান, লুৎফুর রহমান সরকার, সবুজ মিয়া, তারেক আহমেদ, সেলিম হোসেন, নুরুল ইসলাম, আফজাল হোসেন বাকী, বিকাশ চন্দ্র মোহন্ত, নিজাম উদ্দিন শেখ, মো. মোনাক্কা, শাহিবুল ইসলাম ও আবদুল রহীম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ