আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেসরকারি কলেজে অনার্স-মার্স্টাস কোর্সে শিক্ষকদের এমপিও করার দাবীতে মানববন্ধন।

দেশচিন্তা নিউজ ডেস্ক:

১৯৯২ইং সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান পর প্রায় ৭৫০টি কলেজে অনার্স ও মার্স্টাস কোর্সের অধিভূক্তি দেয়। বর্তমানে প্রায় ২০৩টি বেসরকারী কলেজে অনার্স-মার্স্টাস কোর্স চালু রয়েছে। যেখানে প্রায় ৩৫০০ জন শিক্ষক এমপিও বিহীন মানবেতর জীবন যাপন করছেন। এ বিষয়ে ১৯ ফেব্রুয়ারি বিকাল ০৩.০০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বেসরকারী কলেজ অনার্স-মার্স্টাস শিক্ষক সমিতি চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাবুবুর রহমান, মোহাম্মদ হুমায়ূন কবির চৌধুরী, নীল নয়ন, নূর মোহাম্মদ চৌধুরী, অনার্স-মার্স্টাস শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, । আরও বক্তব্য রাখেন মাহাবুবুর রহমান, নুরুন্নবী, সুকান্ত নন্দী, মাকসুদুর রহমান, রোমেন দে ও প্রমূখ শিক্ষকবৃন্দ।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও শিক্ষা মন্ত্রণালয়ের অবহেলায় ‘‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’’ এ বেসরকারী কলেজে অনার্স-মার্স্টাস শিক্ষকদের অর্ন্তভূক্ত করা হয় নি। যার ফলে বেসরকারী কলেজের অনার্স-মার্স্টস কোর্সের শিক্ষকরা আবারও এম.পি.ও বঞ্চিত হল। ১৯৮২ইং সাল থেকে ২০১৮ইং সাল পর্যন্ত বিভিন্ন সময়ে জনবল কাঠামো সংশোধন ও পরিবর্তন করা হলেও বেসরকারী কলেজে অনার্স-মার্স্টাস কোর্সের শিক্ষদের অর্ন্তভূক্ত করা হয় নি। বক্তারা বলেন ‘‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’’ দ্রুত সংশোধন করে বেসরকারী কলেজের অনার্স-মার্স্টাস কোর্সের শিক্ষদের এমপিও ভুক্তি করার জন্য আমরা জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ