আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

বিজিসি ট্রাস্ট এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দেশচিন্তা নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। প্রভাত ফেরী এর মাধ্যমে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর রনজিত কুমার দে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আ.ন.ম ইউসুফ চৌধুরী, ডেপুটি কন্ট্রোলার মোঃ মাকসুদুর রহমান চৌধুরী, ইংরেজী বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, সহকারী রেজিস্ট্রার অজয় মজুমদার। ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন, এমবিএ কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক কামাল উদ্দীন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান ২১ এ ফেব্রুয়ারীকে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ঘোষণা করায় বিশ্বের বিভিন্ন দেশে এই দিবস পালন করা হচ্ছে। এতে বাঙ্গালী হিসেবে আমরা গর্ব বোধ করি। বাংলা ভাষার জন্য যারা ১৯৫২ সালে ২১ এ ফেব্রুয়ারী রক্ত দিয়েছেন তাঁদের সম্মানার্থে মাতৃভাষা বাংলাকে সর্বত্র চালু এবং বিদেশী সংস্কৃতির মাঝে আমরা যেন আমাদের সংস্কৃতিকে বিসর্জন না দিই সে চেষ্টা আমাদের করতে হবে। তাহলে ভাষা শহীদদের যে মহান আত্মত্যাগ তার পরিপূর্ণতা লাভ করবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ