ফারুকুর রহমান বিনজ, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
পটিয়া সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী উপমা দাশ (২০) আত্মহত্যা করেছে। সে উপজেলার ধলঘাট ইউনিয়নের মাইজপাড়া গ্রামের ৪নং ওযার্ডের বাসিন্দা অরুন দাশের কন্যা। গত সোমবার পটিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
পুলিশ জানান, কলেজ ছাত্রী আত্মহত্যা করার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। কলেজ ছাত্রী রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে তার শয়নকক্ষে মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পটিয়া থানার এস আই মো. আকতার হোসেন ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
পটিয়া থানার এস আই আকতার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। ঐ ছাত্রীর গলায় দাগ রয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। থানায় এব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।