আজ : রবিবার ║ ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ║১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাতকানিয়া ও লোহাগাড়ায় উৎসব মূখর পরিবেশ, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দলের মনোনয়ন চিঠি হাতে পাওয়ার সংবাদে

দেশচিন্তা নিউজ ডেস্ক:

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন চিঠি হাতে পেয়েছেন আজ ২৫ নভেম্বর ।

দলের কেন্দ্রীয় অফিস থেকে মনোনয়ন চিঠি হাতে পাওয়ার সাথে সাথে তাঁর সাথে থাকা সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, তাঁতীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আনন্দ উল্লাসে মেতে উঠে এবং শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলে। এই সংবাদ সাতকানিয়া-লোহাগাড়ায় পৌঁছার সাথে সাথে দুই উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে ও গ্রাম মহল্লায় স্বত:স্ফূর্ত জনতা আনন্দ উল্লাসে রাস্তায় নেমে আসে এবং মিষ্টি বিতরণ করে। গোটা সাতকানিয়া-লোহাগাড়ার আনাচে-কানাচে উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়। উল্লেখ্য, সাতকানিয়া-লোহাগাড়া থেকে মোট ১৮জন প্রার্থী আওয়ামীলীগ থেকে মনোনয়ন সংগ্রহ করে। সর্বশেষ বাচাই পর্ব শেষে দলের মনোনয়ন চিঠি কার হাতে আসে তা নিয়ে গত বেশ ক’দিন এলাকায় ছিল চরম উৎকণ্ঠ। সর্বশেষ বর্তমান সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র হাতে মনোনয়ন চিঠি আসার মধ্য দিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটল। প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি দলের মনোনয়ন চিঠি হাতে পেয়ে মহান আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপনের পাশাপাশি সাতকানিয়া-লোহাগাড়ার সর্বস্তরের জনতার দোয়া ও অকৃত্রিম ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান। এক বিবৃতিতে তিনি, ক্ষুদ্র মতপার্থক্য ভুলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং বর্তমান উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার জন্য দলের ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান এবং সকল প্রকার হিংসাত্মক ও বিদ্বেষ মূলক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য তাঁর সমর্থকদের প্রতি আহ্বান রাখেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ