আজ : বৃহস্পতিবার ║ ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ║৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রধানমন্ত্রীর নিকট থেকে জাতীয় সমবায় পুরষ্কার-২০১৭ নিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

দেশচিন্তা নিউজ ডেস্ক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে জাতীয় সমবায় পুরষ্কার- ২০১৭ স্বর্ণ পদক ও সম্মাননা সনদ গ্রহণ করলেন দি চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর সভাপতি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ ২৫ নভেম্বর রবিবার সকালে ঢাকায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে সোসাইটির সভাপতি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে সম্মাননা সনদ ও গলায় পদক পরিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের সমবায় মন্ত্রণালয় কর্তৃক যুব,বিশেষ শ্রেনী,তাঁতী সহ অন্যান্য পেশাভিত্তিক সমবায় শ্রেনীতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে দি চিটাগাং কো- অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ কে নির্বাচিত এবং জাতীয় সমবায় পুরষ্কার (স্বর্নপদক ও সম্মাননা সনদ) ২০১৭-এ ভূষিত করেন। যা সোসাইটির ৬৭ বছরে পথচলার ইতিহাসে এ ধরনের সম্মাননা এটাই প্রথম। পদক গ্রহন করে দি চিটাগাং কো- অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর সভাপতি সিটি মেয়র তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন ৬৭ বছর পূর্বে নগরীর আবাসন সমস্যা সমাধান কল্পে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি হিসেবে আমি দায়িত্ব গ্রহণের পর এ প্রথম জাতীয় পুরষ্কার প্রাপ্ত হলো সোসাইটি। এর মাধ্যমে সোসাইটির সকল ধরনের উন্নয়ন কার্যক্রমে সরকারিভাবে স্বীকৃতি প্রদান করা হয়, যা চট্টগ্রামবাসী তথা দি চিটাগাং কো- অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর সকল সদস্যদের জন্য গৌরবের। তিনি এ সম্মাননার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন,এম.পি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মশিউর রহমান রাঙ্গা, এম.পি, সমবায় সচিব মোঃ কামাল উদ্দীন তালুকদার এবং সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোহাম্মদ আবদুল মজিদ এবং বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন, সভাপতি শেখ নাদের হোসেন লিপু। উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সোসাইটির সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিছ এবং সম্পাদক জনাব মোহাম্মদ শাহজাহান অংশ গ্রহন করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ