ওমর ফয়সাল, ফটিকছড়ি (চট্টগ্রাম) ফটিকছড়িতে এমএলএম কোম্পানি এহসান এস সোসাইটি নাজিরহাট শাখার টাকা আত্মসাতের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন, প্রধান অভিযুক্ত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা সলিম উল্লাহ। ২৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার নাজিরহাটে তাঁর নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এসময় চার পৃষ্ঠার লিখিত বক্তব্যে মাওলানা সলিম উল্লাহ বলেন, ‘এহসান সোসাইটির টাকা আত্মসাতের ঘটনায় আমাকে জড়িয়ে একটি পক্ষ কাল্পনিক তথ্য পরিবেশন ও মিথ্যাচার করে আসছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘আমি কিছুদিন এহসান এস সোসাইটির নাজিরহাট শাখার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করি। পরে অনিয়ম দেখতে পেয়ে কেন্দ্রীয় অফিসকে অবহিত করণের মাধ্যমে ২০১৩ সালে দায়িত্ব থেকে অব্যাহতি নিই। পদত্যাগের পর এহসান সোসাইটিতে কোনো অনিয়ম-দুর্নীতি হয়ে থাকলে সেখানে আমাকে জড়ানোর কোনো অবকাশ নেই।
উল্লেখ্য, এহসান এস সোসাইটি নাজিরহাট শাখার ৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানটির সমন্বয়কারী মাওলানা সলিম উল্লাহকে আসামী করে গত ৯ আগস্ট ফটিকছড়ি থানায় মামলা দায়ের করা হয়। পাশাপাশি ২১ সেপ্টেম্বর নাজিরহাট বাজারে সলিম উল্লাহসহ প্রতিষ্ঠানের অপর দুই কর্মকর্তার শস্তি ও জামানতকৃত টাকা ফেরত পাওয়ার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সহস্রাধিক ক্ষতিগ্রস্ত গ্রাহক।