
সিঙ্গাপুর ব্যাংক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঈদ বিক্রয় উৎসব ২০১৮ এর পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান মার্কেট প্রাঙ্গণে সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ রফিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় ২৩ সেপ্টেম্বর রবিবার বিকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এইচ.এম. সোহেল, ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নাজমুল হক ডিউক, মার্কেটের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমাম বক্স। এতে উপস্থিত ছিলেন মার্কেটের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আলী নেওয়াজ চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব, রাশেদ ইকবাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন আরিফ, অর্থ-সম্পাদক এম.এ সাঈদ, সহ-অর্থ সম্পাদক মোঃ পারভেজ, ধর্ম বিষয়ক সম্পদাক মোঃ বশির, সদস্য আবদুল¬া আল-মামুন ও মনির হোসেন বাপ্পী প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, সিঙ্গাপুর ব্যাংক মার্কেটটি আধুনিকায়ন করার জন্য প্রায় ২৫কোটি টাকা ব্যয়ে শীততাপ নিয়ন্ত্রীত কাজ চলমান আছে। আগামীতে আরো প্রায় ৩০কোটি টাকার হাইটেক আই.টি.পার্ক সহ বহুতল ভবন নির্মাণ কাজ অতি শীঘ্রই শুরু হবে। যাহা আগামী ২০১৯ সালে শেষ হবে। মার্কেটটি চট্টগ্রাম শহরের কেন্দ্রের জনপ্রিয় নানন্দিক মার্কেট হিসেবে আরো ব্যাপকভাবে পরিচিত লাভ করবে। পরে সমিতির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিগণ সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমন্ত্রিত গুণীজনবৃন্দদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে ঈদ-বিক্রয় উৎসব-২০১৮ইং এর লটারীর বিজয়ীদের মধ্যে ১১৭টি পুরস্কার প্রদান করা হয়।