আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি ঐক্য জোরদার করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উন্নযন কর্তৃপক্ষের চেয়ারম্যন আবদুচ ছালাম।
তিনি গতকাল ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড খতিবের হাটে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। জলাবদ্ধতা নিরসন কল্পে সিডিএ’র মেগা প্রকল্প বাস্তবায়ন এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করতে পারলে চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের অভিশাপ জলাবদ্ধতা সমস্যা সমাধান ও উন্নয়ন কাজ তরান্বিত হবে। আর বিএনপি জামায়াত রাষ্ট্র ক্ষমতায় আসলে উন্নয়ন প্রকল্পগুলো ভেস্তে যাবে। তাই সকল নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। ত্যাগের মাধ্যমেই দলের সর্বস্তরে ঐক্য গড়ে তুলতে হবে।
আলহাজ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং দেলোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন আঞ্জুমান ট্রাস্টের সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক এম. এ রহিম, নুরুল ইসলাম সওদাগর, হাজী আবুল কালাম সর্দার, হাজী সাইফুল ইসলাম, এম. এ. আজিজ, এ.এম এমদাদ আলী, শাহেদুল ইসলাম সুজন, আশেক এলাহী, সরওয়ার জিম। উপস্থিত ছিলেন লোকমান খাঁ, শওকত আলী, নজীর খাঁ, মো. ইলিয়াস, নুরুল আলম সওদাগর, নুরতাজ বেগম, নুর নাহার বেবী, রেনুকা আকতার, মর্জিনা আকতার, রফিকুল ইসলাম দিলু, আবুল কালাম, ইলিয়াছ আলী বাহাদুর, হাজী ছালেহ জহুর, বখতেয়ার, সামশুল আলম, চন্দ্র কুমার শীল, আলী হোসেন, মোতালেব তালুকদার, সামসুদ্দীন মানিক, গিয়াস উদ্দিন, সুবহান সুজন, দিদার মির্জা, ইকবাল হোসেন, পারভেজ রশীদ, নিজাম উদ্দিন খোকন, শাহিরাজুসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও গন্যমান্যব্যক্তিবর্গ।